ধর্ষণ ও মারধরের মামলায় কণ্ঠশিল্পী নোবেল কারাগারে

আরিফুল ইসলাম , প্রকাশ:21 মে 2025, 10:44 রাত
news-banner

ধর্ষণ ও মারধরের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) দুপুর ৩টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে পুলিশ নোবেলকে আদালতে হাজির করে। শুনানির সময় ডেমরা থানা পুলিশ তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে। অন্যদিকে, নোবেলের আইনজীবী জামিন আবেদন করেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার (২০ মে) রাতে এক নারী ভিকটিম ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানান। এরপর ডেমরার সারুলিয়া আমতলার একটি বাসা থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে এবং থানায় মামলা গ্রহণ করে। ওই রাতেই ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পরই অভিযান চালিয়ে নোবেলকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারী ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলা করেছেন।

উল্লেখ্য, সংগীতবিষয়ক ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার প্রতিযোগিতা ‘সারেগামাপা’-তে অংশ নিয়ে পরিচিতি পান নোবেল। তবে পরবর্তীতে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও অভিযোগে একাধিকবার তিনি আইনশৃঙ্খলা বাহিনীর জালে পড়েছেন।

মুল্যবান মন্তব্য করুন