জুলাই ঘোষণাপত্রে জাপা’র পরামর্শ নেওয়া হবে না

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:15 জানুয়ারী 2025, 12:54 রাত
news-banner

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের দীর্ঘদিনের প্রধান সহযোগী জাতীয় পার্টির কোনো পরামর্শ নেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মাহফুজ আলম বলেন, তাদের (জাতীয় পার্টি) পরামর্শ যৌক্তিক ও প্রয়োজনীয় বলে মনে করছি না।

আগামী বৃহস্পতিবার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার বৈঠকে ঐকমত্যের মাধ্যমে দলিল প্রণীত হবে। সেই দিন আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কীভাবে ভূমিকা রাখবে, তা স্পষ্ট করা হবে।

মাহফুজ বলেন, আশা করি, বাংলাদেশের জনগণ শিক্ষার্থীদের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান পরিচালনা করেছে, তার প্রেক্ষাপট ও প্রত্যাশা ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্রটি ঘোষিত হবে।

অভ্যুত্থানে জড়িত বামপন্থি দলগুলোর সঙ্গে ঘোষণাপত্র নিয়ে আলোচনা হবে উল্লেখ করে মাহফুজ আলম বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এবং স্পষ্ট অবস্থান (যাদের) ছিল, তাদের সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তাদের প্রতিনিধি যাতে থাকে সেই চেষ্টা করব।

মুল্যবান মন্তব্য করুন