৮০০ শিক্ষার্থীর অংশগ্রহণে চট্টগ্রামে কুরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত

আরিফুল ইসলাম , প্রকাশ:21 এপ্রিল 2025, 01:44 দুপুর
news-banner

পবিত্র মাহে রমাদান উপলক্ষ্যে ব্যতিক্রমধর্মী এক আয়োজনে কুরআনের আলো ছড়িয়ে দিতে ‘কুরআন অলিম্পিয়াড ২০২৫’ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা। এই আয়োজনটি রমজানের চেতনাকে আরও নিবিড়ভাবে ধারণ করে শিক্ষার্থীদের মাঝে কুরআনের অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা যায়, এ অলিম্পিয়াডে মোট ৮০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম ধাপে, গত ১৪ এপ্রিল অনুষ্ঠিত হয় অনলাইন বাছাইপর্ব, যেখানে অংশগ্রহণকারীদের থেকে ১০০ জন শিক্ষার্থী নির্বাচিত হন চূড়ান্ত পর্বের জন্য।

পরবর্তীতে ১৮ এপ্রিল আয়োজিত হয় সরাসরি চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করেন। চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।

Ezoic

মুল্যবান মন্তব্য করুন