খুলনায় যুবকের হাত-পা কাটা ঝুলন্ত লাশ উদ্ধার

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:10 ফেব্রুয়ারি 2025, 10:57 রাত
news-banner
নিহত ব্যক্তির নাম মো. সোহেল রানা (৩২)। তিনি ওই এলাকার মৃত আশরাফ শেখের ছেলে। খুলনা সদর থানাধীন ১৬৮ নম্বর বুড়ো মৌলভীর দরগাহ মেইন রোডস্থ আশরাফুলের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।  এলাকাবাসী জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে সোহেল রানা ডাক্তার দেখানোর কথা বলে শ্বশুর বাড়ি থেকে বের হন। পরে তার স্ত্রী শারমিন একাধিকবার ফোন দিয়ে তাকে না পেয়ে ঘটনাটি পরিবারের সদস্যদেরকে জানায়। একপর্যায়ে পরিবারের সদস্যরা তার শোয়ার রুমের দরজা ভেঙ্গে সোহেল রানাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। উদ্ধারের সময় তার কপালে, হাতে এবং পায়ে ধারাল অস্ত্রের কাটা দাগ দেখা যায়। এছাড়া তার কপালেও আঘাতের চিহ্নও পায় পুলিশ।  

তারা আরও জানান, সোহেল রানা দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় ছিলেন। সেখানকার অর্জিত টাকা বড়ভাই খোকনের কাছে পাঠিয়েছিলেন। এ নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য ছিল। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উল গিয়াস জানান, সোহেল রানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে হত্যাকাণ্ডটি হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

মুল্যবান মন্তব্য করুন