শনিবার (১ মার্চ) বিকালে মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের ময়লাপোতা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়িতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালি থেকে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ, সিনেমা হল বন্ধসহ অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।
খুলনা মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে মহানগর সেক্রেটারি রাকিব হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সাবেক খুলনা মহানগর সভাপতি মুশাররফ আনসারী, সাবেক মহানগর সভাপতি জাহিদুর রহমান নাঈম, অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, অর্থ সম্পাদক আসিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক বেলাল হোসাইন , এইচআরডি সম্পাদক সেলিম হোসেন, স্কুল কার্যক্রম সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, সমাজসেবা সম্পাদক আব্দুর রশিদ, ফাউন্ডেশন সম্পাদক আবুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তৃতায় মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা উচিত।
বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে রাখতে হবে। ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে রমজানকে কুরআন শিক্ষার মাস হিসেবে গ্রহণ করার জন্য। রমজান মাসে নিজেদের আমলকে আরও সুন্দর করতে হবে। রমজান শুধু উপবাস থাকার জন্য নয়, এটা আমাদের শিক্ষার মাস,রমজানের শিক্ষা সারাবছর জীবনে পালন করতে হবে।রমজানে শয়তান শৃঙ্খলাবদ্ধ হয় কিন্তু মানুষ্য শয়তান বাজার সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, এই বাজার সিন্ডিকেট দের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে রমজানে জন জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।