আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষঃ আহত ৭০

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:20 জানুয়ারী 2025, 05:34 সকাল
news-banner

গোপালগঞ্জ করেসপন্ডেন্ট :

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘণ্টাব্যাপী ধরে চলা সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিঙ্গারকুল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বিডি এডিশনকে জানান জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ৬০/৭০ জন আহত হয়েছে। তবে দুই পক্ষের কেউই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

মুল্যবান মন্তব্য করুন