বিএল কলেজ ছাত্রশিবির এর গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাইম ইসলাম , প্রকাশ:14 মার্চ 2025, 10:24 রাত
news-banner

বিএল কলেজ প্রতিনিধি:

ইসলামী ছাত্রশিবির সরকারি বিএল কলেজ শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৫টায় বিএল কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সরকারি বিএল কলেজ শাখা সভাপতি হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন।

বিএল কলেজ ছাত্রশিবির সেক্রেটারি হোসাইন আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএল কলেজ অধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির, সাবেক মহানগর সভাপতি মুশারফ আনসারী, সাবেক বিএল কলেজ সভাপতি মনসুর আহমদ চৌধুরী, মহানগর সেক্রেটারি রাকিব হাসান। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজী আব্দুল অহেদ, মহানগর অর্থ সম্পাদক আসিফ বিন আজাদী, সাহিত্য সম্পাদক বেলাল হোসেন, আব্দুর রশিদ, কামরুল ইসলাম,আল আমিন,রায়হান ইসলামসহ, বিএল কলেজ অফিস সম্পাদক আব্দুল্লাহ বুখারী প্রমূখ।

এছাড়া দুই সহস্রাধিক সাধারণ শিক্ষার্থী ইফতার মাহফিলে অংশ গ্রহণ করে।

মুল্যবান মন্তব্য করুন