যারা আমাদেরকে দেশের নাগরিক মনে করত না, তারাই এখন দেশত্যাগ করেছে ----এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

ইমরান , প্রকাশ:16 মার্চ 2025, 08:04 রাত
news-banner

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, যারা আমাদেরকে দেশের নাগরিক মনে করত না, তারাই আজ দেশত্যাগ করেছে। শুধু দেশ ত্যাগ করেই ক্ষ্যান্ত হয়নি অন্য দেশের নাগরিকত্বও নিয়েছে। মুসলমান হয়ে অন্য ধর্মের নাম দিয়ে আধারকার্ড করেছে। যাদের দেশের প্রতি ভালোবাসা আছে, তারা কখনও দেশ ছেড়ে পালায় না। অন্য দেশের নাগরিকত্বও নেয়না । আমরা যাবো না কোথাও, এই দেশ আমাদের প্রিয় জন্মভূমি। এই দেশ ছেড়ে আমাদের পালানোর কোনো প্রয়োজন নেই। এই দেশ ছেড়ে তারাই পালাবে যাদের দেশের প্রতি ভালোবাসা নেই। দেশে এখন যারা আছে তারা বুকে গুলি নিবে তবুও দেশ ছেড়ে পালাবে না। তিনি বলেন, রমযান হচ্ছে বদরের মাস, কদরের মাস। এ মাসে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের শপথ নিতে হবে। নিজেদের অধিকার প্রতিষ্ঠার শপথ নিতে হবে।’ রোববার (১৬ মার্চ) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ১৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।১৬ নং ওয়ার্ড আমীর ডা. মো. মশিউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহীদুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাঈম। এতে সোনাডাঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল ওয়াহেদ, থানা কর্মপরিষদ সদস্য আলমগীর শিকদার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি আরও বলেন, গত সাড়ে ১৫ বছরে সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে। তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত। এজন্য সকলে আমরা একমত, এখানো কারও কোনো দ্বিমত নেই। আমরা সবাই বলছি সংস্কারের প্রয়োজন। কতটুকু প্রয়োজন সেটা নিয়ে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু সংস্কার যে প্রয়োজন এ ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয়। আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে তাড়াহুড়োও নয়। যৌক্তিক সময় হচ্ছে এ কাজের জন্য, মৌলিক সংস্কারগুলোর জন্য যে সময়টুকু প্রয়োজন আমরা সরকারকে সেটুকু সময় দেওয়ার পক্ষে।

মুল্যবান মন্তব্য করুন