বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে ২৯ শতাংশ। মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের মার্চ মাসে বৈদ্যুতিক এবং প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিশ্বব্যাপী বিক্রি ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গবেষকদের তথ্যে দেখা গেছে, এই প্রবৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে চীন ও ইউরোপে ইলেকট্রিক যানবাহনের চাহিদা ও বাজার সম্প্রসারণ।
অন্যদিকে, উত্তর আমেরিকায় বৈদ্যুতিক গাড়ির বিক্রি বৃদ্ধি ব্যাহত হয়েছে। এর কারণ হিসেবে গবেষকরা উল্লেখ করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্গমন মান ও শুল্ক নীতির ক্ষেত্রে অনিশ্চয়তা।
সূত্র : রয়টার্স