বাংলাদেশ থেকে ১৫ হাজার দক্ষ কর্মী নেবে জাপান

আরিফুল ইসলাম , প্রকাশ:18 এপ্রিল 2025, 12:03 দুপুর
news-banner

বাংলাদেশ থেকে নার্স, ড্রাইভার, কৃষকসহ ১৫ হাজার দক্ষ জনবল নেবে জাপান। বুধবার রাজধানীর আফতাবনগরে বাংলাদেশি কোম্পানি অ্যাক্রো ট্রেনিং সেন্টার ও জাপানি কোম্পানি উইন কোকোরোজাসির মধ্যে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে চুক্তি সই হয়েছে।

এদিন অ্যাক্রো কেয়ারগিভিং এর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আরিফুল ইসলাম ও জাপানের উইন কোকোরোজাসির পক্ষে চুক্তিতে সই করেন সংস্থাটির চেয়ারম্যান কুনিয়াকি ওকাবাইয়াশি।

উইন কোকোরোজাসি লিমিটেড জাপানের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যারা জাপান ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি, স্থায়ী সংযোগ গড়ে তোলা এবং ভাষা-সংস্কৃতিভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত ব্যক্তিদের জাপানে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে।

অন্যদিকে অ্যাক্রো ট্রেনিং সেন্টার বাংলাদেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে অনুমোদিত ও দিকনির্দেশনায় পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্র, যারা বাংলাদেশ সরকারের নেয়া স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে বাস্তবায়ন করতে স্বল্প শিক্ষিত ব্যক্তিদের আধুনিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ ও মানসম্পন্ন মানবসম্পদে রূপান্তর করতে কাজ করছে।

মুল্যবান মন্তব্য করুন