প্রতি লিটারে দাম বাড়ল ১ টাকা,

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:02 ফেব্রুয়ারি 2025, 12:53 রাত
news-banner
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ১ ফেব্রুয়ারি থেকে এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা, অকটেনের দাম ১২৫ টাকা থেকে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী এ নতুন মূল্য নির্ধারণ করা হয়।

গত বছরের ডিসেম্বরের ঘোষণা মতে পহেলা জানুয়ারি থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমানো হয়েছিল। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত ছিল। এর এক মাসের মাথায় আবারও পূর্বের দামে ফিরলো ডিজেল ও কেরোসিনের মূল্য।

মুল্যবান মন্তব্য করুন