রমজানে অস্থির ফলের বাজার

ইমরান , প্রকাশ:02 মার্চ 2025, 08:43 রাত
news-banner
পবিত্র রমজান মাসে ফলের চাহিদা থাকে তুঙ্গে। ইফতারে খেজুর, আপেল, কমলাসহ অন্যান্য ফলের জুড়ি নেই। তবে এবার ফলের বাজারে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে।
 
বাজার ঘুরে জানা গেছে— দাম বেড়েছে তরমুজ, আনারস, পেঁপে, পেয়ারা ও কলার। ইফতারে শরবতের অন্যতম উপকরণ লেবুর সর্বনিম্ন দাম এখন ১৫ টাকা। আকারভেদে লেবুর দাম ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। রবিবার (২ মার্চ) খুলনার বিভিন্ন বাজারের চিত্র এটি।

প্রতি কেজি আপেল বিক্রি হচ্ছে ৩২০ টাকা, গ্রিন আপেল ৪২০ টাকা। মাল্টার কেজি ৩০০ টাকা, কমলা ২৮০ টাকা, চায়না (মোটা) কমলা ৩২০ টাকা, আঙুর (কালো) ৪২০ টাকা এবং আঙুর (সবুজ) ৩৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সপ্তাহখানেক আগেও সাধারণ মানের খেজুর ১২০-১৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক লাফে এর দাম এখন ১৫০ থেকে ১৮০ টাকা হয়েছে, খুচরা দোকানে দাম হাঁকা হচ্ছে ২৫০ টাকা পর্যন্ত। আজুয়া, মরিয়ম, মেডজুল, মাবরুম খেজুরের জন্য খরচ করতে হচ্ছে ১,০০০ থেকে ১,৪০০ টাকা।

ভরা মৌসুম না হলেও বাজারে এরই মধ্যে উঠেছে তরমুজ। প্রতি কেজি তরমুজের দাম চাওয়া হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। খুবই ছোট সাইজের তরমুজ মিলছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। প্রতিটি আনারস ৫০ থেকে ৭০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

এক সপ্তাহ আগে ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁপের দাম এখন ১৫০ টাকা। প্রতি কেজিতে ২০ টাকা বেড়ে পেয়ারা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। প্রতি ডজন পাকা কলার দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বর্তমানে কলার জাত ও আকারভেদে প্রতি ডজন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকায়।

প্রতি পিস ডাবের দাম ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। বর্তমানে ছোট আকারের এক পিস ডাব বিক্রি হচ্ছে ১০০ টাকায়। আর ডাবের আকার যত বড়, দামও তত বেশি। বড় আকারের এক পিস ডাব কিনতে গুণতে হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা।

মুল্যবান মন্তব্য করুন