কুয়েট ছাত্রদের প্রশাসনিক ভবনের সামনে রাতেও অবস্থানের সিদ্ধান্ত

আরিফুল ইসলাম , প্রকাশ:14 এপ্রিল 2025, 04:11 সকাল
news-banner

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আবারো খারাপের দিকে মোড় নেয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রোববার (১৩ এপ্রিল) দুপুরে প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে কিছু ছাত্র ক্যাম্পাসে প্রবেশ করেন।

এদিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের পাঁচ ঘণ্টা পর হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনেই অবস্থান করবেন বলে জানিয়েছে।

রোববার দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী ক্যাম্পাসে প্রবেশ করেন শতাধিক শিক্ষার্থী। একজন সিনিয়র শিক্ষক ছাত্রদের সংখ্যা ৫০ থেকে ৬০ হবে বলে জানান।

জানা গেছে, শিক্ষার্থীরা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চান এজন্য গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় মূল ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। এছাড়া এ সময় কুয়েটের নিরাপত্তা বিভাগের কর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়ার পর রাত ৮টার দিকে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা বলেন তারা। রাত পৌনে ৯টায় ঘোষণা দেয়া হয় যতক্ষণ হল খুলে না দেয়া হবে ততক্ষণ শিক্ষার্থীরা সেখানে অবস্থান করবেন।

ছাত্ররা ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়ার পর বিকেল পৌনে ৪টার দিকে কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের কাছে গিয়ে জানান, ‘সিন্ডিকেটের সভা ছাড়া একাডেমিক কার্যক্রম ও হল খোলা সম্ভব নয়।

বিষয়টি পরে সাংবাদিকদের কাছেও জানান ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ডিসিপ্লিনের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম।

মুল্যবান মন্তব্য করুন