এবার বিষয় পছন্দক্রম (সাবজেক্ট চয়েস) দিতে হবে ভর্তি পরীক্ষার পরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ‘Subject Choice ভর্তি পরীক্ষার পরে নেওয়া হবে। এখন শুধু ছবি এবং স্বাক্ষর আপলোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে।’
গত ১ ডিসেম্বর থেকে প্রাথমিক আবেদন নেওয়া শুরু হয়। আবেদন শেষ হয় ১৫ ডিসেম্বরে। ১ লাখ ৯৩ হাজার ৬৩৪ শিক্ষার্থী আবেদন করেন। ২ হাজার ৮১৫টি আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে প্রতি ইউনিটে ৪০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। ৪০ হাজার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী বাছাই করার জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরকে (চতুর্থ বিষয়সহ) ভিত্তি করে যোগ্য পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে। যদি একই পয়েন্ট বা নম্বর প্রাপ্ত ৪০ হাজারতম প্রার্থী একাধিক হয়, তাহলে তাদেরকেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য প্রাথমিকভাবে বাছাইকৃত ৪০ হাজার পরীক্ষার্থীর নাম ও রোল নম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের প্রদানকৃত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে বাছাইকৃত প্রত্যেক ইউনিটের ৪০ হাজার পরীক্ষার্থীর মধ্যে অন্তর্ভুক্ত আবেদনকারীরাই কোটার সুবিধা পাবেন। এ শর্ত পোষ্য কোটাসহ সকল কোটার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষা
১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা
১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা অনুষদের পরীক্ষা
২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদের পরীক্ষা
২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা
ভর্তি সংক্রান্ত তথ্য সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে তে মিলবে।