সাতক্ষীরার কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে পিঠা উৎসব

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:14 ফেব্রুয়ারি 2025, 01:24 রাত
news-banner

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার  কালিগঞ্জ উপজেলায় প্রত্যয় আইডিয়াল স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় আইডিয়াল স্কুলের নতুন ভবনের স্কুলের ক্যাম্পাসে প্রত্যয় আইডিয়াল স্কুলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিগঞ্জ সরকারী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোসলেম উদ্দিন।

 

প্রত্যয় আইডিয়াল স্কুলের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আশীষ নন্দী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শিমুল, কালীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজগর আলী, কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের সহকারি সেক্রেটারি আনারুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, অধ্যাপক মহাসিন আলী, প্রত্যয় আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও দৈনিক যশোরের ভ্রাম্যমান প্রতিনিধি আলমগীর কবির।

ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও চড়ুইভাতির পরে বিকেলে মোহনা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুল্যবান মন্তব্য করুন