আট বউ নিয়ে আসছে আব্বাস

আরিফুল ইসলাম , প্রকাশ:12 মে 2025, 11:24 রাত
news-banner
কয়েকদিন আগেই জানা গিয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য সিরিজ নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। সিরিজের নাম ‘বোহেমিয়ান ঘোড়া’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা মোশাররফ করিম।

গল্প সূত্রে জানা যায়, ট্রাকচালক আব্বাস চরিত্রে উপস্থিত হবেন মোশাররফ করিম। যিনি একজন দুর্দান্ত প্রেমিক হৃদয়ের মানুষ। দেশের সাত জেলায় সাত সংসার তার। করতে চান ৮টি বিয়ে। তখনই বাধে ঝামেলা।
এবার জানা গেল এই সিরিজে তার ৮ বউয়ের চরিত্রে কে কে অভিনয় করছেন।

সিরিজটিতে তার বউয়ের ভূমিকায় অভিনয় করছেন সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রুনা খান, মৌসুমি হামিদ, ফারহানা হামিদ, জুই করিম ও অদিতি বৃষ্টি। যাদের ছবিসহ একটি পোস্টার প্রকাশ করা হয়েছে রবিবার। পোস্টারে সাত বউয়ের সঙ্গে আছেন অভিনেতা নিজেও।

কমেডি জনরার এই গল্পে মোশাররফ করিমের চরিত্রের নাম ‘আব্বাস’। তাকে ঘিরেই এগিয়ে যাবে সিরিজের গল্প।
এর আগে এই নির্মাতা ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো’ বানিয়ে প্রশংসা পেয়েছিলেন। এটি ছিল একটি রাস্তার গল্প। এবার আবারও এমনই একটি গল্প নিয়ে আসছেন এই নির্মাতা। ঘোষণাটি আশার পর দর্শকদেরও আগ্রহ বেড়েছে সিরিজটি নিয়ে। তবে এটি মুক্তির তারিখ এখনো নির্ধারিত হয়নি।

মুল্যবান মন্তব্য করুন