জেলা প্রশাসন চট্টগ্রামের এ আয়োজনের অন্যতম আকর্ষণ নগর বাউল। এ দিন সন্ধ্যায় গানে গানে উৎসব রঙিন করে তুলবেন জেমস। পাশাপাশি পারফর্ম করবে এ সময়ের আলোচিত আরও সাতটি ব্যান্ড।
এ তালিকায় রয়েছে আর্টসেল, শিরোনামহীন, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তীরন্দাজ।
আয়োজকেরা জানান, চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ‘ফ্লাওয়ার ফেস্ট’–এর আয়োজন করা হয়েছে। এই ফুল উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ‘গালা নাইট’ কনসার্ট। সব শ্রেণির দর্শকের জন্য কনসার্ট উন্মুক্ত থাকবে।
আরও পড়ুন
ভরা মৌসুমে কনসার্টের খবর কী
২৫ জানুয়ারি ২০২৫
ভরা মৌসুমে কনসার্টের খবর কী
এদিন বিকেলে দর্শকের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে ব্যান্ডগুলোর পরিবেশনা। সাতটি ব্যান্ডের পরিবেশনা শেষে মঞ্চে উঠবেন দেশসেরা রকস্টার জেমস।
শীতের মৌসুমকে সংগীতশিল্পীরা বলেন ‘সিজন’। বছরের বড় কনসার্টের বেশির ভাগই হয় এ সময়ে। বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সূত্রে জানা গেছে, আগামী মাসে দেশের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি কনসার্ট অনুষ্ঠিত হবে। ভালোবাসা দিবস উপলক্ষেও থাকবে জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীর পরিবেশনা। কয়েক দিনের মধ্যে এসব কনসার্ট নিয়ে বিস্তারিত জানা যাবে।