মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে আমদানি শুল্ক বৃদ্ধি করার পর চীনা পণ্যের ওপর মোট মার্কিন শুল্ক ১৪৫ শতাংশে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার বলেছিলেন যে ‘চীন পণ্যের ওপর এখন থেকে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’ তবে এতে ফেন্টানাইল সম্পর্কিত ২০ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত ছিল না। চলতি বছরের শুরুতে তিনি পৃথকভাবে ওই শুল্ক আরোপ করেছিলেন।
বুধবার ট্রাম্প বেশ কয়েকটি দেশকে ১০ শতাংশ বেসলাইন শুল্কের অতিরিক্ত অংশ থেকে ৯০ দিনের জন্য অব্যাহতি দেয়ার ঘোষণা দিলে বাজারে তাৎক্ষণিক ইতিবাচক সাড়া পড়ে। ওইদিন থেকেই নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল।
তবে বৃহস্পতিবার বাজারে বিপরীত প্রবণতা দেখা দেয়। বিশ্লেষকদের আশঙ্কা, বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি- যুক্তরাষ্ট্র ও চীন এই সিদ্ধান্তের ফলে আরো একবার তীব্র বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে।
সকালের লেনদেনে প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ৪.৬ শতাংশেরও বেশি পতন ঘটে। আর ডাও জোন্স সূচক কমে যায় ৩ শতাংশেরও বেশি।
সূত্র : মিডল ইস্ট মনিটর