চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করার হুমকি

আরিফুল ইসলাম , প্রকাশ:18 এপ্রিল 2025, 12:56 রাত
news-banner

মার্কিন পণ্যের ওপর চীনের পাল্টা শুল্ক আরোপে নাখোশ হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় এবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সরকার চীনা পণ্যের উপর শুল্কের পরিমাণ ১৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৪৫ শতাংশ করার হুমকি দিয়েছে!

হোয়াইট হাউসের তরফে বুধবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট মঙ্গলবার ট্রাম্পের ‘কড়া অবস্থানের’ ইঙ্গিত দিয়ে জানিয়েছিলেন, আমেরিকার পণ্যের উপর চীন প্রতিশোধমূলক শুল্ক বসানোর যে পদক্ষেপ করেছে, তা প্রত্যাহার করা না হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। এ বার সেই পথেই হাঁটার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, চীন যেহেতু পাল্টা শুল্ক আরোপ করে মার্কিন পণ্যের ওপর চাপ সৃষ্টি করেছে, তাই তারা এখন থেকে ২৪৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্কের মুখোমুখি হবে। এর আগে চীনা পণ্যের ওপর শুল্কহার ছিল ১৪৫ শতাংশ। যুক্তরাষ্ট্রে ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বেশ খারাপ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের শুরুতে চীনা পণ্যের ওপর প্রথমে ২০ শতাংশ শুল্ক চাপানো হয়। এরপর একাধিক ধাপে তা বাড়িয়ে ১০৪ শতাংশ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এপ্রিলে ট্রাম্প প্রশাসন আরও কয়েক দফায় শুল্ক বাড়ায়। প্রথমে তা হয় ১২৫ শতাংশ, পরে গিয়ে ঠেকে ১৪৫ শতাংশে। তবে এতে থামেনি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ। চীনের পাল্টা শুল্ক ঘোষণার পর আরও ১০০ শতাংশ শুল্ক বাড়িয়ে তা ২৪৫ শতাংশে উন্নীত করা হয়।’ ঘটনাচক্রে, ট্রাম্প আমদানিকৃত চীনা পণ্য থেকে ‘জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি নিয়ে অনুসন্ধানের কথা ঘোষণার পরেই এই হুঁশিয়ারি দেওয়া হল।

মুল্যবান মন্তব্য করুন