ইউক্রেনে ‘যুদ্ধবিরতি’ ঘোষণা পুতিনের

আরিফুল ইসলাম , প্রকাশ:20 এপ্রিল 2025, 01:09 রাত
news-banner

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ইস্টার সানডে উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘সাময়িক যুদ্ধবিরতি’র ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত এ যুদ্ধবিরতি কার্যকর হবে।

প্রতিবেদনে আরো বলা হয়, শনিবার বিকেলে ক্রেমলিনে রুশ সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে উদ্দেশ করে পুতিন বলেন, ‘মানবিক দিক বিবেচনায় নিয়ে...রাশিয়ার পক্ষ থেকে ‘ইস্টার যুদ্ধবিরতি’র ঘোষণা দেয়া হচ্ছে। এ সময়ে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশ দিচ্ছি’।

এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো এখনো রাশিয়ান ড্রোনের আক্রমণের বিরুদ্ধে লড়াই করছে।’

তিনি আরো বলেন, এ যুদ্ধবিরতি ‘মানব জীবন নিয়ে খেলার জন্য পুতিনের আরেকটি প্রচেষ্টা’।

জেলেনস্কি এক্স-এ বলেন, ‘বিমান হামলার সতর্কতা ইউক্রেন জুড়ে ছড়িয়ে পড়ছে’ এবং ‘আমাদের আকাশে শাহেদ ড্রোনগুলো ইস্টার ও মানব জীবনের প্রতি পুতিনের প্রকৃত মনোভাব প্রকাশ করে’।

সূত্র : আল-জাজিরা

মুল্যবান মন্তব্য করুন