ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) সেখানকার অনন্তনাগ বিভাগের পাহালগামে এ হামলা হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যেখানে হামলা হয়েছে সেটি একটি বিস্তৃত তৃণভূমি। ওই স্থানটিতে শুধুমাত্র ঘোড়া অথবা পায়ে হেঁটে যাওয়া যায়। মঙ্গলবার সকালে মহারাষ্ট্র ও কর্নাটক থেকে পর্যটকদের একটি দল সেখানে গিয়েছিল। ওই সময় তাদের ওপর হামলা হয়।
নিহত পর্যটকরা মহারাষ্ট্র ও কর্নাটক থেকে গেছে - উল্লেখ করে দিয়েন
জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানান, নিহতের সংখ্যা এখনো নিরূপণ করা হচ্ছে।
তিনি বলেন, ‘বেসামরিকদের ওপর এখন পর্যন্ত আমরা যেসব হামলা দেখেছি সেগুলোর তুলনায় এটি অনেক বড়।’
হামলায় আহতদের সরিয়ে নেয়ার জন্য সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ইতোমধ্যে শ্রীনগরে পৌঁছেছেন, যেখানে তিনি সমস্ত সংস্থার সাথে জরুরি নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করবেন।
এর আগে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলেছেন। নরেন্দ্র মোদি তাকে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
সেখানকার লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ঘটনাস্থলে আর্মি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
হামলার ঘটনা ঘটেছে বাইসরনে। এটি পহেলগাম থেকে পাঁচ কিলোমিটার দূরে পর্বতের মাঝে একটি জায়গা।
পুলিশ জানিয়েছে বেশ কয়েকজন পর্যটককে হাসপাতালে নেয়া হয়েছে। এলাকাটি ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।