এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ

আরিফুল ইসলাম , প্রকাশ:05 মে 2025, 02:20 দুপুর
news-banner

মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক প্রতিবেদন অনুসারে, একটি মোটরসাইকেল কারখানায় আগুন লেগেছে।

মাশহাদ ফায়ার বিভাগের প্রধান ঘোষণা করেছেন, চার হাজার বর্গমিটারের টায়ার এবং কার্ডবোর্ডের গুদামটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে।

স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। আপাতদৃষ্টিতে এই ঘটনার কারণ এখনো জানা যায়নি।

এর আগে গত ২৬ এপ্রিল দুপুরে ইরানের বন্দর আব্বাসের শহিদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ নিহত হয়। এতে আহত হয় কয়েকশ' মানুষ। এটি ছিল দেশটির সবচেয়ে বড় ও আধুনিক বন্দরের জন্য ভয়াবহ ধাক্কা।

তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছিলেন, এতে নাশকতার আলামত পাওয়া যায়নি। কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মুল্যবান মন্তব্য করুন