পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আবার হামলা করলে ভারত সবকিছু হারাবে। আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত, আবার শান্তিপূর্ণ আলোচনার জন্যও। পছন্দ ভারতের।’
বুধবার সীমান্তের পাশে পাশরুর সেনাঘাঁটিতে সেনাদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
শাহবাজ শরিফ বলেন, ‘আমাদের নির্দেশ দেবেন না। পানি আমাদের লাল রেখা- আমাদের পানি সরানোর চিন্তাও করবেন না। হ্যাঁ, পানি আর রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না। আপনারা আমাদের নীলম-ঝেলম পানি প্রকল্পেও আঘাত করেছেন। যদি ক্ষয়ক্ষতি বড় হতো, আমরা আপনাদের বাগলিহারসহ বড় ড্যামগুলো ধ্বংস করতে পারতাম।’
শাহবাজ শরিফ ভারতের প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘চলুন এই আগুন নেভাই। কাশ্মির ও পানির মতো ইস্যুতে আলোচনায় বসি।’
শাহবাজ শরিফ আরো বলেন, ‘ভারতের নেতাদের উসকানিমূলক মন্তব্য অঞ্চলের নাজুক শান্তির জন্য হুমকি।’
কাশ্মির ইস্যুতে শাহবাজ শরিফ বলেন, ‘কাম্মির ইস্যু জাতিসঙ্ঘের প্রস্তাব অনুযায়ী সমাধান করতে হবে। তারপরই বাণিজ্য আলোচনার কথা ভাবা যেতে পারে। শুধু বাণিজ্য নিয়ে আলাদা আলোচনা নয়, এটি হতে হবে একটি সমগ্র আলোচনা কাঠামোর অংশ হিসেবে।’
পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের ভেতরে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান ‘বুনিয়ান-উন-মারসুস’ নামে পাল্টা হামলা চালায়। শাহবাজ জানান, পাকিস্তানের এই হামলায় ভারতের ২৬টি সামরিক স্থাপনা, বিমানঘাঁটি ও যুদ্ধবিমান লক্ষ্যবস্তু হয়। একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
শাহবাজ শরিফ আরো বলেন, ‘ভারতের নেতাদের উসকানিমূলক মন্তব্য এ অঞ্চলের নাজুক শান্তির জন্য হুমকি।’
সূত্র : ডন