জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার সতর্ক করে বলেন, সহায়তা দ্রুত প্রবেশ না করলে গাজায় ১৪ হাজার শিশু মারাত্মক অপুষ্টির কারণে মারা যেতে পারে।
১১ সপ্তাহের অবরোধের পর গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলেও এখনো কোনো সহায়তা বিতরণ শুরু হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (২০ মে) ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, কেরেম শালোম সীমান্ত দিয়ে ৯৩টি ট্রাক গাজায় প্রবেশ করেছে— যেগুলোতে ছিল ময়দা, শিশুখাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। তবে জাতিসংঘ জানিয়েছে, ত্রাণ নিয়ে তাদের দল কয়েক ঘণ্টা অপেক্ষা করেও ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে এলাকায় প্রবেশের অনুমতি পায়নি। খবর বিবিসি।