ভারতের মোগল সম্রাট শাহজাহানের স্মৃতিবিজড়িত তাজমহলে আবারো বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। শনিবার (২৪ মে) সকালে কর্তৃপক্ষ একটি ইমেইলে এ হুমকি পেয়েছে কর্তৃপক্ষ। হুমকি পাওয়ার পর পরই তাজমহলের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সাব্বুক শঙ্কর নামে এক ব্যক্তির নামে কেরল থেকে ওই মেইলটি করা হয়েছিল। হুমকি পাওয়ার পরই পর্যটকদের সেখান থেকে সরিয়ে নেয়া হয়। আধাসামরিক বাহিনী ও পুলিশ এলাকা ঘিরে রেখে প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশি চালায়।
এদিকে হুমকি পাওয়ার পর তাজমহলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আধাসামরিক বাহিনীর অতিরিক্ত সৈন্যও মোতায়েন করা হয়েছে।
আগ্রা সিটির ডেপুটি পুলিশ কমিশনার সোমন কুমার বলেন, ‘মেইল আসার পরই পুরো এলাকা ফাঁকা করে তিন ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। তবে তেমন কিছু পাওয়া যায়নি। যতদূর জানা গেছে, ওই মেইলটি কেরল থেকে এসেছিল। তদন্তের জন্য সাইবার সেলে অভিযোগ জানানো হয়েছে।’
উল্লেখ্য, এর আগেও একাধিকবার হুমকি দিয়ে মেইল ও ফোন এসেছে উত্তরপ্রদেশে অবস্থিত পৃথিবীর সপ্তম আশ্চর্য এ তাজমহলে। তবে সেই হুমকিগুলো শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করার জন্যই করা হয়েছিল বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারা।