আজ মুক্তি পাচ্ছেন ইসরায়েলি আট জিম্মি ও ১১০ ফিলিস্তিনি

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:30 জানুয়ারী 2025, 07:53 বিকাল
news-banner
মুক্তি পেতে যাওয়া তিন ইসরায়েলিরা হলেন— আরবেল ইয়েহুদ, আগাম বার্জার ও গাদি মোজেস।

সঙ্গে মুক্তি পাবেন আরও পাঁচ থাই নাগরিক। তারা সবাই ২০২৩ এর অক্টোবর থেকে গাজায় আটক আছেন।
ইতিমধ্যেই জাবালিয়ায় আগাম বার্জারকে রেডক্রসের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর অন্যান্যদের হস্তান্তরে খান ইউনিসে পৌঁছেছেন রেডক্রসের আরেক গ্রুপের সদস্যরা।

১৯ জানুয়ারি থেকে চলছে গাজায় যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতি অনেকাংশেই নির্ভর করছে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির ওপর। সব জিম্মি মুক্তি পেলে একইসঙ্গে ছাড়া পাবেন এক হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দি।

আজ বৃহস্পতিবার মুক্তি পেতে যাওয়া ১১০ ফিলিস্তিনির মধ্যে ৩০ জন অপ্রাপ্তবয়স্ক।

এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব নামের সংস্থা।

মুল্যবান মন্তব্য করুন