ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানে নিহত ৯৩৫: ইরান সরকারের দাবি

আরিফুল ইসলাম , প্রকাশ:06 জুলাই 2025, 10:21 দুপুর
news-banner
ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের পর ইরানে প্রাণহানির সংখ্যা ৯৩৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। যুদ্ধবিরতির এক সপ্তাহ পর, সোমবার (৩০ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর এক সংবাদ সম্মেলনে জানান, “জায়নিস্ট শাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধযুদ্ধে এখন পর্যন্ত ৯৩৫ শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে।” নিহতদের মধ্যে ১৩২ জন নারী ও ৩৮ শিশু রয়েছে বলেও তিনি জানান।

জাহাঙ্গীর আরও বলেন, রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি বিমান হামলায় ৭৯ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কারাবন্দি, তাদের স্বজন এবং প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা।

প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় ধারাবাহিক বিমান হামলা শুরু করে। এতে দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকসহ বহু মানুষ হতাহত হন। হামলায় সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের তেল আবিব, হাইফা ও আশদোদসহ বিভিন্ন শহরে আঘাত হানে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এতে অন্তত ২৮ জন ইসরায়েলি নাগরিক নিহত এবং বহু আহত হয়েছেন।

২৪ জুন আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। জাতিসংঘ, ওমানসহ কয়েকটি আন্তর্জাতিক শক্তির মধ্যস্থতায় এই সংঘর্ষ থামে। বর্তমানে উভয় দেশই ক্ষয়ক্ষতির নিরূপণ ও পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে।

মুল্যবান মন্তব্য করুন