ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরাইলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে লড়াই এখনো চলছে এবং সেটি শেষ হয়নি। পাশাপাশি গাজায় চলমান যুদ্ধকে ইসরাইলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল যুদ্ধ বলেও অভিহিত করেন তিনি।
মঙ্গলবার (২২ জুলাই) তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এ তথ্য জানিয়েছে।
জামির একটি সামরিক মূল্যায়ন সভায় বলেন, ‘ইরান ও তার মিত্রদের প্রতি আমাদের দৃষ্টি রয়েছে। ইরানের বিরুদ্ধে অভিযান এখনো শেষ হয়নি।’
ইসরাইলি সেনাপ্রধান বলেন, তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, ইসরাইলি বাহিনী যেসব এলাকায় আকাশ ও স্থল আক্রমণ চালায়, সেখানে একটি ‘বৃহৎ ও ব্যাপক পরিসরে চলমান অভিযানের’ জন্য প্রস্তুত থাকতে।
তিনি আরো বলেন, ‘আমরা সিরিয়া ও হিজবুল্লাহকে দুর্বল করে তাদের কৌশলগত সক্ষমতা অর্জন থেকে বিরত রাখব এবং নিজেদের কর্মকাণ্ড পরিচালনার স্বাধীনতাও বজায় রাখব। এর পাশাপাশি আমরা জুদেয়া ও সামারিয়া (ওয়েস্ট ব্যাংক) অঞ্চলেও সক্রিয় থাকব।’
এ সময় তিনি গাজা উপত্যকার যুদ্ধকে ইসরাইলি সেনাবাহিনীর ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে জটিল যুদ্ধগুলোর মধ্যে একটি বলে অভিহিত করেন।
তিনি বলেন, ‘যুদ্ধে আমরা চড়া মূল্য দিচ্ছি। আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য অভিযান চালিয়ে যাব আর তা হলো- পণবন্দীদের ফিরিয়ে আনা এবং হামাসকে ভেঙে ফেলা।’