‘বিশ্বের সবচেয়ে বড়’ ড্রোন কারখানা দেখালো রাশিয়া

, প্রকাশ:26 জুলাই 2025, 04:12 সকাল
news-banner

ইউক্রেন যুদ্ধের মধ্যেই এবার বিশাল ড্রোন কারখানা প্রদর্শন করল রাশিয়া। তাতারস্তানে গড়ে ওঠা এই ড্রোন কারখানাকে ‘বিশ্বের সবচেয়ে বড়’ এবং সবচেয়ে গোপন সামরিক ড্রোন কারখানা বলে দাবি করা হচ্ছে। এখানে প্রতিদিন উৎপাদন হচ্ছে হাজার হাজার সামরিক ড্রোন। যা ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে রুশ সেনাবাহিনী।

তিন বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সম্প্রতি এই সংঘাত ড্রোন যুদ্ধে রূপ নিয়েছে। উভয় পক্ষই একে অপরের ভূখণ্ড লক্ষ্য করে প্রতিদিন শত শত ড্রোন ছুড়ছে। কেউ কারও চেয়ে কম যাচ্ছে না। ইউক্রেন সম্প্রতি ‘আর্মি অব ড্রোনস: বোনাস’ নামে একটি ড্রোন যুদ্ধ প্রকল্প চালু করেছে

ইউক্রেনের ড্রোন যুদ্ধ প্রকল্পের বিপরীতে এবার বিশাল ড্রোন কারখানা দেখালো মস্কো। তাতারস্তানের আলাবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বুকে গড়ে তোলা হয়েছে এই ড্রোন নির্মাণ কারখানা। যা ইউক্রেন সীমান্ত থেকে ১২০০ কিলোমিটার দূরে অবস্থিত।
 
রুশ গণমাধ্যমের রিপোর্টের মতে, এখানে উৎপাদন হচ্ছে হাজার হাজার গেরান ড্রোন, যেগুলোর একেকটির উচ্চতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের সমান। মূলত ইরানিয়ান শাহেদ মডেলের ড্রোনের অনুকরণে এগুলো তৈরি করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়, ইউক্রেন যুদ্ধে এগুলোর ব্যাপক ব্যবহার হচ্ছে। 
 
কারখানার প্রধান নির্বাহী জানান, উৎপাদন পরিকল্পনা ছাড়িয়ে এখন তারা প্রাথমিক লক্ষ্যের চেয়ে নয় গুণ বেশি গেরান ড্রোন তৈরি করছেন। তবে কী পরিমাণ উৎপাদন হচ্ছে, তা স্পষ্ট করেননি তিনি। তিনি বলেন, প্রথমে লক্ষ্য ছিল কয়েক হাজার গেরান, এখন সেটা বেড়েছে নয় গুণ।
 
গেরান ড্রোন এক ধরনের দীর্ঘ পাল্লার লোইটারিং মিউনিশন। ডেল্টা-উইং ডিজাইনের এই ড্রোন পেছনের প্রপেলারের মাধ্যমে চলে। যা একবারে ৪০-৫০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। 
 
এ ড্রোনের গতি ঘণ্টায় ১৮০ কিমি। যা একবারেই ১০০০ কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম। স্বল্প খরচে ব্যাপক উৎপাদনের জন্য ডিজাইন করা এই ড্রোনগুলোকে বলা হচ্ছে সহজ, সস্তা ও কার্যকর।

মুল্যবান মন্তব্য করুন