গাজায় মানবাধিকারের প্রতি ইসরাইলের নজিরবিহীন অবহেলা

আরিফুল ইসলাম , প্রকাশ:01 মার্চ 2025, 05:55 সকাল
news-banner

জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধান ফলকার ট্যুর্ক গাজায় সামরিক অভিযানে ইসরাইলের বিরুদ্ধে নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছেন। তিনি বিশ্বাস করেন, হামাসও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

জেনেভায় মানবাধিকার কাউন্সিলে গাজা, ইসরাইলি-অধিকৃত পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমের মানবাধিকার পরিস্থিতির ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করার সময় ট্যুর্ক এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গাজায় ইসরাইল যে ভয়াবহ সামরিক অভিযান চালিয়েছে তা আন্তর্জাতিক আইনের ধারাবাহিক লঙ্ঘন। এটি কোনো ভাবেই ন্যায়সঙ্গত নয়।’

এদিকে জাতিসঙ্ঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) প্রতিবেদনে হামাসকে ৭ অক্টোবর থেকে গুরুতর লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে।

ট্যুর্ক বলেন, ‘হামাস ইসরাইলি ভূখণ্ডে নির্বিচারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা যুদ্ধাপরাধের শামিল।’

ইসরাইলি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলায় এক হাজার ২০০ জন নিহত হয়েছেন এবং ২৫০ জনেরও বেশি মানুষকে পণবন্দী হিসেবে আটক করা হয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলের হামলায় গাজার বেশিভাগ অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তুর্ক বলেন, ‘গাজায় ধ্বংসযজ্ঞের মাত্রা ব্যাপক। বাড়িঘর থেকে শুরু করে হাসপাতাল ও স্কুল পর্যন্ত ধ্বংস হয়েছে।’

এছাড়াও ইসরাইলের আরোপিত বিধিনিষেধ একটি মানবিক বিপর্যয় তৈরি করেছে বলেও জানান তিনি।

তবে ইসরাইল গাজাসহ অধিকৃত পশ্চিমতীরে যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে। ইসরাইলি নেতারা দাবি করেন, তাদের অভিযানের লক্ষ্য কেবল হামাসকে নির্মূল করা এবং বেসামরিক হতাহতের সংখ্যা কমানো।

সূত্র : ডয়চে ভেলে

মুল্যবান মন্তব্য করুন