যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দেড় ঘণ্টা ধরে চলা ফোনালাপ অবশেষে শেষ হয়েছে।বিবিসি'র মার্কিন সহযোগী সিবিএসকে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউজের কর্মকর্তারা।
বাংলাদেশ সময় রাত ৮টায় দুই প্রেসিডেন্টের কথোপকথন শুরু হয়। গত জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেয়ার পর দুই প্রেসিডেন্টের মধ্যে এটি দ্বিতীয় আলাপ।
আলোচনার মূল এজেন্ডা যে যুদ্ধ এবং যুদ্ধবিরতি হতে যাচ্ছে সেই ধারণা আগেই দিয়েছিলেন ট্রাম্প।
একটি ৩০ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের প্রস্তাবে ইউক্রেন সম্মত হলেও স্বল্পমেয়াদী চুক্তিতে অনীহা রাশিয়ার।
সূত্র : বিবিসি