ঢাকা অফিসঃ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু এবং দুই সাংবাদিক রয়েছেন। গতকাল সোমবার (২৪ মার্চ) ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত সপ্তাহে মঙ্গলবার থেকে শুরু হওয়া ইসরাইলের বিমান হামলায় গাজায় দুই মাসের তুলনামূলক শান্তির অবসান ঘটেছে।
এতে প্রায় ৭০০ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনিরা তাদের জীবন বাঁচাতে গাজা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। সোমবার গাজার উত্তরাঞ্চলে ইসরাইলের হামলায় আল জাজিরা মুবাশ্বের চ্যানেলের সাংবাদিক হোসাম শাবাত নিহত হয়েছেন। এর আগে, প্যালেস্টাইন টুডের একজন প্রতিবেদক মোহাম্মদ মনসুর দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন।
বেইত লাহিয়ার পূর্ব অংশে তার গাড়িকে লক্ষ্য করে ইসরাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শীদের মতে, মনসুরকে ‘তার স্ত্রী ও ছেলের সাথে তার বাড়িতে’ কোনো পূর্ব-সতর্কীকরণ ছাড়াই লক্ষ্যবস্তু করা হয়েছিল। ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ২০৮ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন।
এদিকে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার গাজা উপত্যকায় একটি স্কুলে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়স্থলে ইসরাইলি হামলায় এক শিশুসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন। সোমবারের নুসাইরাত শরণার্থী শিবিরে হামলায় আরো ১৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে আল-আওদা হাসপাতাল। সেখানে হতাহতদের ভর্তি করা হয়েছে। এর আগে আরো তিনটি হাসপাতাল রাতভর এবং সোমবার পর্যন্ত ইসরাইলি হামলায় ২৫ জনের মৃত্যুর খবর জানিয়েছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলে হামলায় গাজায় কমপক্ষে ৫০ হাজার ৮২ জন ফিলিস্তিনি নিহত এবং আরো এক লাখ ১৩ হাজার ৪০৮ জন আহত হয়েছেন।
সূত্র : দ্য গার্ডিয়ান