ঢাকার পান্থপথে পালপ্ ডেন্টাল হসপিটালের উদ্বোধন

মেহেদী হাসান আনাস, সিনিয়র স্টাফ রিপোর্টার , প্রকাশ:27 সেপ্টেম্বর 2025, 11:35 রাত
news-banner

এডিশন ডেস্কঃ 

রাজধানীর ঢাকার প্রাণকেন্দ্র পান্থপথে আজ ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশের এক মাত্র ২৪/৭ (ঘন্টা/দিন) ডেন্টাল সেবা দাতা প্রতিষ্ঠান এবং মানসম্মত অত্যাধুনিক পালপ্ ডেন্টাল হসপিটালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিষ্ঠানটির সিও ডা. নাজমুস সাদাত বলেন, বাংলাদেশে আমরাই প্রথম একই ছাদের নিচে দাঁতের সকল ধরণের চিকিৎসা সেবা ২৪ ঘন্টা দিচ্ছি, তিনি আরো বলেন আমরা সর্বসাধারণের জন্য যে সকল সেবা চালু করেছি সেগুলো হলো ডেন্টাল ইমপ্লেন্ট, ডেন্টাল সার্জারি, লেজার ডেন্টিস্ট্রি, কসমেটিক ডেন্টিস্ট্রি, টিথ হোহাইটিনিং, ডেন্টাল ব্রেসেস এন্ড ক্লিয়ার আলিগনার, ক্রিস্ট টিউমার এন্ড ক্যান্সার অপারেশন, রুট ক্যানেল ট্রিটমেন্ট, ডিজিটাল এক্সরে এবং পেইনলেস ডিজিটাল ইম্প্রেশন।

এ সময় উপস্থিত ছিলেন ডা. ইসরাত জান্নাত , ডা: নিয়াজ রহমান খান, ডা: অনুপম পোদ্দার, ডা: পিয়াস দাস, ডা: ববি সাহা, ডা. অনিক, ডা. সাউদা, ডা. দিয়া এবং রুকাইয়া ইয়াসমিনসহ আরো অনেকে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিবর্গ ইসলামি ফাউন্ডেশনের ডিরেক্টর (সিলেট ডিভিশনের ইনচার্জ ) মহিউদ্দিন মজুমদার বাদল, বাংলাদেশ মেরিন এক্সেসরিস এসোসিয়েশনের সেক্রেটারি জনাব আবু ইউসুফ মজুমদার, শেরেবাংলা নগর থানার বিশিষ্ট সমাজসেবক এবং রাজনৈতিক বিশ্লেষক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, খুলনা এডিশনের নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান টিপুসহ অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও বিভিন্ন ব্যবসায়ী-বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিশেষে  প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত আমন্ত্রিত অতিথিগন  এ অত্যাধুনিক ডিজিটাল পদ্ধতিতে ডেন্টাল চিকিৎসায় এই নতুন সংযোজনকে সাধুবাদ জানান।

মুল্যবান মন্তব্য করুন