আমাদের এই সমাজকে যদি মানবিক সমাজ হিসাবে উপভোগ করতে চাই তাহলে আমাদের মধ্যে মানবিক সেতুবন্ধন থাকতেই হবে শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাও পর্যটন কর্পোরেশনে আকিজ পাইপের পিষ্টপোষকতায় বেসরকারি প্রতিষ্ঠান Committee for Alternative Development Foundation (CADF) আয়োজিত Together We RISE আলোচনা সভায় আমীরে জামায়াত ড . শফিকুর রহমান এই কথা বলেন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি
ড. নিয়াজ আহমেদ খান, এছাড়াও খিস্টান সম্প্রদায়ের পক্ষে আলোচনা করেন
সিস্টার রেবা বেরোলিকা ডি কস্টা, মুসলিম সম্প্রদায়ের পক্ষে আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, হিন্দু সম্প্রদায়ের পক্ষে আলোচনা করেন
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক,বৌদ্ধ ধর্মের প্রতিনিধি সহ মোট ২০০ আমন্ত্রিত অতিথি
উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ১৩ (আদাবর, মোহাম্মদপুর শেরেবাংলানগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোঃ মোবারক হোসাইন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও শেরেবাংলা নগর থানা উত্তরের আমীর আব্দুল আউয়াল আজম, থানা নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ, থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, থানা অফিস সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান, থানা বায়তুলমাল সম্পাদক এডভোকেট আব্দুল হালিমসহ থানা কর্মপরিষদের সদস্য ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দু।
ছবি : আহসানুল ইসলাম, স্টাফ রিপোর্টার (বিডি এডিশন)
মেহেদী হাসান রেজা, স্টাফ রিপোর্টার (বিডি এডিশন)