নারী সংস্কার প্রস্তাবনা বাতিলে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী গণজাগরণের বহিঃপ্রকাশ ঘটবে: হেফাজতে ইসলাম বাংলাদেশ

আরিফুল ইসলাম , প্রকাশ:03 মে 2025, 12:37 রাত
news-banner

নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন ও সুন্নাহ বিরোধী প্রতিবেদন বাতিলের দাবিতে আজ (০৩ মে) শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশকে সফল করতে গতকাল শুক্রবার বাদ জুমা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সংহতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

হেফাজতের নেতৃবৃন্দ জানিয়েছেন, কমিশনের সুপারিশসমূহ ইসলামবিরোধী, যা উত্তরাধিকার, বিবাহ, তালাক ও পারিবারিক বিষয়ে কোরআনের নির্দেশনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশেষ করে পতিতাবৃত্তিকে ‘শ্রম’ হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাব এবং বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে চিহ্নিত করার সুপারিশকে ‘পরিবার কাঠামো ধ্বংসের চক্রান্ত’ হিসেবে দেখছেন তারা।

কমিশনের বিলুপ্তি এবং নতুন করে ধর্মপ্রাণ নারী ও আলেমদের পরামর্শে কমিশন গঠনের দাবি জানিয়েছেন হেফাজতের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতারা শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম, মিরপুর, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এসব কর্মসূচিতে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সাভার থেকে মোটর শোভাযাত্রা, হাটহাজারীতে বিক্ষোভ এবং দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজারো মানুষ রাজধানীর উদ্দেশে রওনা হয়েছেন।

হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “কমিশনের প্রতিবেদন বাতিল না করা হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

ইসলামী ঐক্যজোট, নেজামে ইসলাম পার্টি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন ইসলামি সংগঠনও হেফাজতের মহাসমাবেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।

সমাবেশের মূল দাবি—নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও ইসলামবিরোধী প্রতিবেদন বাতিল, আলেম-ওলামাদের মতামতের ভিত্তিতে নতুন কমিশন গঠন, শাপলা চত্বর ও অন্যান্য সময়ের তথাকথিত গণহত্যার বিচার এবং হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রত্যাহার।

নেতৃবৃন্দ জানিয়েছেন, সংস্কারের নামে পশ্চিমা মূল্যবোধ চাপিয়ে দেয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে এবং ইসলামি মূল্যবোধের আলোকে নারীর অধিকার নিশ্চিতের পথেই দেশকে পরিচালনা করতে হবে।

মুল্যবান মন্তব্য করুন