আমরা ইচ্ছে হলেই নিজের ব্যাপারে যে কোন সিদ্ধান্ত নিতে পারি না। আমার শরীর আমার তাই বলে কি আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারি? আমার দেহ আমার সিদ্ধান্ত মানে আপনি সমাজকে অস্বীকার করছেন। এটা একটা চরম ব্যক্তি তান্ত্রিক চিন্তা।
বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাব মানিক মিয়া হলে গণশক্তি সভা কর্তৃক আয়োজিত নারীর ন্যায্যতা ও নারী সংস্কার কমিশন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,আমরা একটি রাজনৈতিক জনগোষ্ঠী। আমাদের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র হবে এটাই স্বাভাবিক।ষড়যন্ত্রের বিপরীতে আমাদের বুদ্ধিবৃত্তিকভাবে অগ্রসর হতে হবে। শালীনতা বজায় না রেখে যদি আমরা অশ্লীল তর্কে জড়িয়ে পড়ি সেটা হবে অনাকাঙ্ক্ষিত।
আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হবে। সবাইকে সাথে নিয়ে আমাদের পথ চলতে হবে। কাউকে বাদ দিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করলে বেশিদূর এগোতে পারবো না।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, আজকে নারী অধিকারের নামে সমকামিতা ও অবাধ যৌনতাকে লাইসেন্স দেয়ার চেষ্টা চলছে। ৯০ ভাগ মুসলমানের দেশে মানুষ সেটা কখনো মেনে নেবে না। এ সমস্ত তথাকথিত নারীবাদীরা নিজেদেরকে প্রগ্রেসিভ মনে করে, উদারতার ফাঁকা বুলি ছাড়েন কিন্তু ব্যক্তি জীবনে তৃতীয় লিঙ্গের কারো সাথে তাদের কোন সহমর্মিতার নজীর নেই। তথাকথিত নারী সংস্কার কমিশনের রিপোর্ট জাতি প্রত্যাখ্যান করেছে। আমরা এই বিতর্কিত নারী সংস্কার কমিশনেকে বাতিল করার দাবি জানাচ্ছি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক ,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম,মেজর (অব.) রেজাউল হান্নান শাহীন,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড শামীমা তাসনীম, ড. এ আর খান সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ড, ফেরদৌস আরা খানম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, ডা. সুলতানা রাজিয়া, মোহসিনা মমতাজ মারিয়া,ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম ইঞ্জিনিয়ার নিয়ামা ইসলাম,নতুন ধারা জনতার পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, লেখক, গবেষক আলাউদ্দিন কামরুল, মানবাধিকার কর্মী শারমিন সুলতানা চৈতি, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার প্রমূখ।