ঢাকা আজ বায়ুদূষণে শীর্ষে, নগরীর ৩ এলাকার বায়ু ভয়ানক দূষিত

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:28 জানুয়ারী 2025, 02:37 দুপুর
news-banner
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।


বায়ুর মান ৩০০–এর বেশি হলেই সেটাকে দুর্যোগপূর্ণ অবস্থা বলা হয়। রাজধানী ও এর আশপাশের তিন এলাকায় আজ বাতাসের মান ভয়ানকরকম দূষিত। ঢাকার সর্বোচ্চ দূষিত তিন এলাকার মধ্যে আজ আছে গোরান (৫৯১), সাভারের হেমায়েতপুর (৪৯৯) ও ঢাকার মার্কিন দূতাবাস (৩৬৬)। আজ অন্য বিভাগীয় শহরগুলোর বায়ুর মানও নাজুক। এর মধ্যে চট্টগ্রামে মান ১৪৫, রাজশাহী ১৮৩ ও খুলনা ১৮১।

যদি কোনো এলাকায় দূষণের মান পরপর তিন দিন ৩০০-এর বেশি হয়, তবে সেই এলাকায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করতে হয়। ঢাকায় এ মাসে একাধিক দিন বায়ুর মান ৩০০-এর বেশি হয়েছে।


সেই সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে আইকিউ এয়ারের পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ৩৯ গুণ বেশি।

গত ডিসেম্বরের একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ।

মুল্যবান মন্তব্য করুন