গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হয়

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:09 ফেব্রুয়ারি 2025, 10:35 রাত
news-banner
মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি আমজাদ মোল্লা; এলাকায় তিনি আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত। ওই ঘটনার পর গাজীপুর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করে পুলিশ। পরে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিক হোসেন আজ বিকেল পৌনে চারটায় এসব তথ্য জানিয়েছেন।

মামলার এজাহার ও থানা–পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে গাজীপুর নগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই খবর শুনে গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনের নেতারা হামলা প্রতিহত করতে যান। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ‘মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে’ ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এরপর একদল লোক এসে বাড়িটি ঘিরে ফেলেন এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মুল্যবান মন্তব্য করুন