ডা. তাসনিম জারা ‌কখনোই শিবির ছিলাম না, উপদেষ্টা রিজওয়ানা আমার চাচি নন

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:18 ফেব্রুয়ারি 2025, 09:16 রাত
news-banner
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার-গুজবের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেলের সম্পাদক ডা. তাসনিম জারা বলেছেন, ‘আমি কখনোই শিবির বা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। এমনকি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাও আমার চাচি নন।’সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন ডা. তাসনিম জারা।

স্ট্যাটাসে ডা. তাসনিম জারা লিখেছেন, ‘আওয়ামী লীগ ও একটি মহল আমাকে নিয়ে কতগুলো রিডিকিউলাস মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এক্ষেত্রে সত্যগুলো হলো: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমার চাচি বা চাচাতো বোন নয়।  আমি কখনোই শিবির বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না। পাইলস, যৌন রোগ, চুলকানি, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট আমি অনলাইনে বিক্রি করি না। আমার ছবি ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে।’

মুল্যবান মন্তব্য করুন