বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্য সচিব ডা. আসফাক আহমেদ জামিলকে হত্যাচেষ্টার পরিকল্পনার অভিযোগে সংগঠক তানজিম আলম তাসিনকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা কমিটির মুখ্য সংগঠক রিফাত হাসান স্বাক্ষরিত একটি নোটিশে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিলকে হত্যাচেষ্টার পরিকল্পনা বিষয়ক একটি কল রেকর্ডের প্রেক্ষিতে জেলার সংগঠক তানজিম আলম তাসিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।
অভিযুক্ত তাসিন জেলা শাখার একজন সংগঠক। এর আগে তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, একটি কল রেকর্ড তাদের হাতে এসেছে। যেখানে অভিযুক্ত তাসিন জেলা কমিটির এক নেতার সঙ্গে কথা বলছিলেন যাকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছিল। এ সময় তাসিন ওই নেতাকে বলছিলেন ‘আহ্বায়ক ইমরান কোথায় আছে? এ সময় ওই নেতা বলেন ওকে পাওয়া যাচ্ছে না। তখন তাসিন বলেন তাহলে ‘তাহলে জামিলকে মেরে দাও’। এ ছাড়া কমিটি ও নেতৃত্ব নিয়েও নানা ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলেছেন বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে তানজিম আলম তাসিন কালবেলাকে বলেন, যে কল রেকর্ডের কথা বলা হয়েছে তা মনে নেই। তবে কমিটি হওয়ার সময় পদবঞ্চিত অনেকের সঙ্গে কথা হয়েছে।
তিনি বলেন, সিলেটে এমসি কলেজে ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে কর্মসূচি পালন করা নিয়ে কথা বলায় অনেক বাগ্বিতণ্ডা হয়। এ ছাড়া কমিটির নানা বিতর্কিত কর্মকাণ্ডের বিষয় কেন্দ্রীয় কমিটিকে জানানো ও প্রতিবাদ করায় তারা আমাকে টার্গেট করেছে। আমাকে বহিষ্কার করার আগে শোকজ পর্যন্ত করা হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা আহ্বায়ক ইমরান আহমেদ কালবেলাকে বলেন, আমি কেন আহ্বায়ক হয়েছি এটা হয় তো অনেকে চায় না। অথবা আমাকে দিয়ে সুবিধা নিতে পারেনি এ জন্য করতে পারে।