নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে আজ (শুক্রবার)। বিকেল ৩টায় তরুণদের দলটির উদ্বোধন হবে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে।
দলটির প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন।
এর আগে, ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাজধানী ঢাকার বাংলামোটরের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি ছিল জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে। বৈঠকে জাতীয় নাগরিক কমিটির চারজন দায়িত্বশীল নেতা দলের নাম ও নেতৃত্বের বিভিন্ন পদ চূড়ান্ত করেন।
দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলমের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া, নাসির উদ্দিন পাটোয়ারীকে মুখ্য সমন্বয়ক এবং হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক হিসেবে নির্বাচন করা হয়েছে।
নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে এবং এজন্য দলের আহ্বায়ক কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে। ইতোমধ্যেই একটি খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে, যেখানে জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নেতাদের স্থান দেওয়া হয়েছে। সেইসাথে, জুলাই আন্দোলনের পরিচিত নারী নেত্রীরাও এই দলে জায়গা পেয়েছেন।
এদিকে, দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।