অপরাধ বৃদ্ধির অভিযোগ নাকচ, পুলিশের কার্যক্রম আরও সক্রিয় করার আশ্বাস প্রধান উপদেষ্টার

ইমরান , প্রকাশ:03 মার্চ 2025, 05:28 বিকাল
news-banner
সাম্প্রতিক সময়ে অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জনমনে যে উদ্বেগ দেখা দিয়েছে, তা নাকচ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, বরং আগের মতোই রয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ও পুলিশ বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, "পরিস্থিতির অবনতি হয়েছে, এমন কথা বলার আগে আমাদের দেখতে হবে, কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলা হচ্ছে। আমাদের কাছে থাকা পরিসংখ্যান অনুযায়ী, অপরাধের হার স্থিতিশীল রয়েছে।"

তবে পুলিশের প্রতিবেদনের বরাতে গণমাধ্যম জানায়, সাম্প্রতিক ছয় মাসে ডাকাতির সংখ্যা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, "একটি পরিসংখ্যান দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না, পুরো চিত্র দেখতে হবে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।"

তিনি আরও জানান, পুলিশের কর্মক্ষমতা পুনরুদ্ধারে সময় লেগেছে। "প্রথম দিকে বাহিনীর সদস্যরা ভয়ে মাঠে নামতে দ্বিধাগ্রস্ত ছিলেন, কারণ তারা কিছুদিন আগেই নির্বিচারে মানুষ মেরেছেন। তবে এখন তারা আগের তুলনায় বেশি সক্রিয় হয়েছেন।

গণপিটুনি ও বিশৃঙ্খলার বিষয়ে তিনি স্বীকার করেন যে, আইনশৃঙ্খলা বাহিনী শুরুতে দ্রুত সাড়া দিতে পারেনি। তবে সরকার আইনি পদক্ষেপ সহজতর করার জন্য থানায় অনলাইন অভিযোগ ব্যবস্থার প্রচলন করেছে। পুলিশের আত্মবিশ্বাস পুনর্গঠন ও কার্যক্রম আরও জোরদার করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে বলেও আশ্বাস দেন তিনি।

মুল্যবান মন্তব্য করুন