শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

মেহেদী হাসান আনাস, সিনিয়র স্টাফ রিপোর্টার , প্রকাশ:06 মার্চ 2025, 08:04 রাত
news-banner

ঢাকা অফিস:
কুষ্টিয়ায় শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে এসে আনুষ্ঠানিকভাবে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন করেন তারা। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আবরার ফাহাদ হচ্ছেন আগ্রাসন বিরোধী সংগ্রামের চেইন। তাকে আজীবন স্মরণ করতে কুষ্টিয়া স্টেডিয়াম তার নামে নামকরণ করা হয়েছে। এই স্টেডিয়ামকে আরও আধুনিকায়ন করা হবে। 

ZFUIfSS.jpeg

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, যুগ্ম সচিব আমিনুল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, উদ্বোধক আবরারের বাবা বরকত উল্লাহ। মঞ্চে উপস্থিত ছিলেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। বক্তারা বুয়েটে আবরার ফাহাদের নৃশংস হত্যার বর্ণনা করেন।

dFu5IB3.jpeg

এদিকে কুষ্টিয়ায় আধুনিক মানের স্টেডিয়াম উদ্বোধনকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্টেডিয়াম পাড়ায় সকাল থেকেই সব মানুষের ভিড় পরিলক্ষিত হয়। এর আগে সকালে কুমারখালীর কয়া গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে সেখানে আবরার ফাহাদের নামে নির্মিত মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। এছাড়াও দুপুরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মুল্যবান মন্তব্য করুন