ঈদযাত্রার অগ্রিম বাস টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ইমরান , প্রকাশ:07 মার্চ 2025, 05:07 বিকাল
news-banner
আসন্ন ঈদুল ফিতরে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৪ মার্চ। যাত্রীরা ২৫ মার্চ থেকে ঈদের আগের সাত দিনের টিকিট অগ্রিম কিনতে পারবেন। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় বৃহস্পতিবার (৬ মার্চ) এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ১৪ মার্চ থেকে একযোগে অনলাইন ও কাউন্টারে টিকিট বিক্রি হবে। তবে অনেক পরিবহন সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্মে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ফলে যাত্রীরা দুইভাবেই টিকিট কিনতে পারবেন।

তিনি স্পষ্ট করে বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। বাস মালিকদের এ বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক সমিতির বিশেষ মনিটরিং টিম থাকবে টার্মিনালে। তিনি জানান, নাইট কোচগুলোর যাত্রা নিরাপদ রাখতে প্রতিটি বাসের যাত্রা শুরুর আগে ভিডিও ধারণের পরিকল্পনা করা হয়েছে।

যাত্রীর চাপ সামলাতে বাস মালিকরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রীদের অগ্রিম টিকিট সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

মুল্যবান মন্তব্য করুন