কর্মবিরতিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা

ইমরান , প্রকাশ:08 মার্চ 2025, 04:51 দুপুর
news-banner
পদোন্নতি ও সবধরনের বৈষম্য দূরীকরণের দাবিতে তিনদিনের কর্মবিরতি পালন করছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। আজ শনিবার (০৮ মার্চ) থেকে শুরু হয়েছে এই কর্মবিরতি।
 

কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১০টা থেকে টানা তিনদিন সরকারি হাসপাতালে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। দাবি আদায়ে ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা। দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতিতে যাওয়ার কথা জানিয়েছেন তারা। তবে জরুরি বিভাগের সেবা এই কর্মসূচির আওতামুক্ত রেখেছে বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের দাবিগুলো হল, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতি দ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা। অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা। তৃতীয় গ্রেড পাওয়া সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে ন্যায্য পাওনা নিশ্চিত করা।

শুক্রবার বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের পক্ষে চিকিৎসক মোহাম্মদ আল আমিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাদের ন্যায্য পদোন্নতি ও সব ধরনের বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার থেকে সোমবার প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালিত হবে। এ সময় চিকিৎসকরা হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলছে, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। নইলে দেশের চিকিৎসা ব্যবস্থা দীর্ঘস্থায়ী সঙ্কটে পড়ার আশঙ্কা রয়েছে।

মুল্যবান মন্তব্য করুন