গুলশান থানার ওসি বরখাস্ত

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:20 জানুয়ারী 2025, 05:54 সকাল
news-banner

ঢাকা করেসপন্ডেন্ট:

ডাকাতির ঘটনায় মামলা না নেয়ার অভিযোগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১১ জানুয়ারি স্বনামধন্য এক ব্যবসায়ীর বাসায় যৌথবাহিনী পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। সেদিন ওই ব্যবসায়ীর গুলশান অ্যাভিনিউয়ের ২৯ নম্বর রোডের বাসা থেকে ডাকাত দল ৬০ ভরি স্বর্ণালংকার ছাড়াও নগদ ৪৬ লাখ টাকাসহ মূল্যবান জিনিস নিয়ে যায়।

ওই ঘটনার পরদিন ১২ জানুয়ারি থানায় অভিযোগ দেন ভুক্তভোগী ব্যবসায়ী। তবে মামলা নিতে গড়িমসি করে গুলশান থানা পুলিশ। সবশেষ রোববার মামলা না নেয়ার অভিযোগে গুলশান থানার ওসিকে সাময়িক বরখাস্ত করা হয়।

মুল্যবান মন্তব্য করুন