বাংলাদেশে বাল্যবিবাহের হার এশিয়ায় সর্বোচ্চ: ইউনিসেফ

ইমরান , প্রকাশ:09 মার্চ 2025, 03:38 দুপুর
news-banner
বিশ্বব্যাপী বাল্যবিবাহ কমলেও বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। দেশটির ৫০ শতাংশের বেশি কন্যাশিশু বাল্যবিবাহের শিকার হচ্ছে, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউএন উইমেন কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।‘গার্লস গোলস: হোয়াট হ্যাজ চেঞ্জড ফর গার্লস? অ্যাডোলেসেন্ট গার্লস রাইটস ওভার ৩০ ইয়ার্স’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি এমন ১০টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে। তবে এশিয়ার মধ্যে বাংলাদেশ শীর্ষে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০-২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৫১.৪ শতাংশ ১৮ বছরের আগেই বিয়ে করেছেন। এছাড়া, ১৫-১৯ বছর বয়সী মেয়েদের ২৮ শতাংশ গত এক বছরে স্বামীর দ্বারা শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ২০-২৪ বছর বয়সী নারীদের মধ্যে ২৪ শতাংশ ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই সন্তান জন্ম দিয়েছেন। এছাড়া, ১৫-১৯ বছর বয়সী বিবাহিত কিশোরীদের মাত্র ৪৭ শতাংশ নিজ সিদ্ধান্তে প্রজনন স্বাস্থ্যসংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারেন।

প্রতিবেদনটিতে কিশোরী মেয়েদের ক্ষমতায়ন, নীতি পরিবর্তন এবং বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যাতে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও প্রজনন স্বাস্থ্যসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।

মুল্যবান মন্তব্য করুন