অস্বচ্ছল মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করল রাজধানীর শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াতে ইসলামী

মেহেদী হাসান আনাস, সিনিয়র স্টাফ রিপোর্টার , প্রকাশ:11 মার্চ 2025, 05:31 বিকাল
news-banner
ঢাকা অফিস:
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর থানা উত্তরের উদ্যোগে দিনমজুর, খেটে-খাওয়া মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। গতকাল ১০ মার্চ (সোমবার) ঢাকা মহানগর উত্তরের মজলিশে শুরা সদস্য ও শেরেবাংলা নগর থানা উত্তরের থানা আমীর আব্দুল আউয়াল আজম ও থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ৬০ফিট ওয়ার্ড উত্তরে আকষ্মিক সফরে এই নগদ অর্থ বিতরণ করা হয়। খেটে-খাওয়া, দিনমজুর মানুষের কাছে গিয়ে এই রমজান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সবাইকে বিষ্মিত করে তুলে।

শেরেবাংলা নগর উত্তরের থানা আমীর এবং থানা সেক্রেটারি খেটে-খাওয়া মানুষের বাসায় গিয়ে তাদের পারিবারিক বিভিন্ন খোজ খবর নেন, তাদের পারিবারিক আয়ের উৎস এবং অসচ্ছলতা বিবেচনা করে সাধ্যমত নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও জামায়াতের সাধ্যমতো তাদের পাশে থাকার আশ্বাস দেন।


এই অসচ্ছল পরিবারের মাঝে উপহার বিতরণে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান, শেরেবাংলা নগর থানা উত্তরের অধীনস্থ ৬০ফিট ওয়ার্ড উত্তরের সভাপতি মু. আসাদুজ্জামান টিপু, ওয়ার্ড সেক্রেটারি রাসেল মৃধা, ওয়ার্ড বাইতুল মাল সম্পাদক মু. ইউনুস আলী, ওয়ার্ড অফিস সম্পাদক মেহেদী হাসান আনাস, ওয়ার্ডের টিম সদস্য মাহবুবুর রহমান রতন, আবু হানজালা সহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলবৃন্দ।


আর্থিক সহায়তা শেষে উপস্থিত খেটে-খাওয়া মানুষের উদ্দেশ্যে থানা আমীর আব্দুল আউয়াল আজম বলেন আমরা বিগত সময়ের মতো এবারও বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে মানবিক সাহায্য ও সহায়তা নিয়ে সমাজের দিনমজুর, অসচ্ছল ও খেটে খাওয়া মানুষের পাশে আমাদের সাধ্যমতো পাশে থাকার জন্য ছুটে যাচ্ছি। এরইধারাবাহিকতায় আমরা আপনাদের একজন ভাই, শুভাকাঙ্ক্ষী ও প্রতিবেশি হিসেবে আমাদের সীমিত সামর্থ্য নিয়েই এই রমজান মাসে আপনাদের সহায়তায় আপনাদের পাশে এসে দাড়াতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্যমতো আগামীতেও আপনাদের পাশে থাকবো। আমরা এই দেশকে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হিসেবে গঠন করতে চাই এর জন্য আপনাদের সকলের দোয়া কামনা করছি।

মুল্যবান মন্তব্য করুন