চারদিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

ইমরান , প্রকাশ:16 মার্চ 2025, 04:22 দুপুর
news-banner
চারদিনের সফল সফর শেষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রবিবার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবেশ উপদেষ্টা সাঈদা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান তাকে বিদায় জানান।

ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

সফরকালে আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টাসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে রমজানের সংহতি ইফতার ভাগ করে নেন। এসময় প্রধান উপদেষ্টা তার সঙ্গে ছিলেন।

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, তরুণ প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নেন। সেখানে তিনি বাংলাদেশের উন্নয়ন, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এই সফরকে বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ভূমিকা এবং বাংলাদেশের প্রতি সংস্থাটির সমর্থন আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

মুল্যবান মন্তব্য করুন