যশোর র্শার্শা ৩ নং ওয়ার্ডের জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহেদী হাসান আনাস, সিনিয়র স্টাফ রিপোর্টার , প্রকাশ:24 মার্চ 2025, 11:03 রাত
news-banner

ঢাকা অফিস : 

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শার্শা উপজেলার ৩ নং ওয়ার্ডের উদ্যোগে শ্যামলাগাছী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গণমানুষের নিয়ে ২৪ মার্চ এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

oLEmJH6.jpeg

ওয়ার্ড সভাপতি আশানুর জামানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত নেতা হাসান আহমেদ, যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন আমির উপধ্যক্ষ আবু ইয়াহিয়া, শার্শা ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাওলানা আহমেদ আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

V0kdL3j.jpeg

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, পবিত্র রমজান মাসের শিক্ষাকে ধারণ করে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। এছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সত্য ও ন্যায়ের পথে সবাইকে অবিচল থাকার আহবান জানান। একটি সন্ত্রাস, চাঁদাবাজ, দখলমুক্ত কল্যাণ শার্শা গড়তে সবাইকে এক কাতারে সামিল হওয়ার আহবান জানান।


উক্ত ইফতার মাহফিলে মাওলানা আজিজুর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। একসাথে সবার ইফতার গ্রহণের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।

মুল্যবান মন্তব্য করুন